IQNA

ভিডিও | কুরআন তিলাওয়াত শুনে কোরিয়ার নওমুসলিমের অভূতপূর্ব অনুভূতি

20:59 - December 03, 2020
সংবাদ: 2611907
তেহরান (ইকনা): সম্প্রতি সামাজিক মিডিয়ায় এক নওমুসলিমের ভিডিও প্রকাশ হয়েছে। প্রকাশিত ভিডিওয় এই নওমুসলিম কুরআন তিলাওয়াত শুনে তার অনুভূতি প্রকাশ করেছেন।

এই ভিডিওর এক প্রান্তে মরক্কোর তরুণ ক্বারি ইয়াহিয়া সিদ্দিকী অত্যন্ত সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেন এবং কোরিয়ান এই নওমুসলিম কুরআন তিলাওয়াত শোনার পর মুসলমান হওয়ার আগের ও পরের অনুভূতি প্রকাশ করেন।

তিনি বলেন: আমি মুসলমান হওয়ার আগে কুরআন তিলাওয়াত শুনতাম, তবে ইসলাম গ্রহণের পর প্রথমবারের মতো আজকে এই তিলাওয়াত শুনি এবং এর অনুভূতি ছিল একেবারেই আলাদা। অতীতে শুধুমাত্র আমি দুই কান দিয়ে তিলাওয়াত শুনতাম; তবে এখন কুরআন তিলাওয়াত শুনে আমার হৃদয়ে স্পন্দন শুরু হয়েছে।

তিনি বলেন: এই তিলাওয়াত শোনার আগে আমার মনে হয়েছিল যে, আমি একা এবং অন্ধকার মরুপ্রান্তে ঘুরে বেড়াচ্ছি; তবে এখন আমার মাঝে আর এই অনুভূতিটা নেই। এই কণ্ঠস্বর মহান আল্লাহর পক্ষ থেকে একটি অনন্য উপহার। আমি যদি এই ক্বারির মতো কুরআন তিলাওয়াত করতে পারতাম। মাশা- আল্লাহ!  iqna

captcha